চিত্রনায়ক আমান রেজা আজকের জন্মদিন অসুস্থতা বাবার পাশে কাটালেন
রির্পোটিং আহমেদ সাব্বির রোমিও :: আজ চিত্রনায়ক আমানে রেজার জন্ম দিন। তবে তার বাবা এ.এন.এম ওয়াহিদুল্লাহ রেজার অসুস্থতায় কারণে পারিবারিক ভাবে জন্ম দিন পালনের নেই কোন আয়োজন। থাকছেনা ঘটা করে কেক কাটারও কোন ব্যাবস্থা । এই প্রতিবেদকের সাথে কিছুক্ষণ আগে মুঠোফোনে আলাপ কালে এমনটিই জানিয়েছেন চিত্রনায়ক আমান রেজা। আমান রেজা চলচ্চিত্রে এসেছেন অনেকটা হঠাৎ করেই। ২০০৮ সালে পল্টনের এক স্টুডিওতে ফটোগ্রাফার এল কে লিটনের সাথে পরিচয়ের সূত্র ধরে প্রযোজক গোলাম মোরশেদের সাথে পরিচয় হয়। তারপর পরিচালক হাফিজ উদ্দিনের ছবি ‘সেই তুফান’ এ অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন। প্রথম অভিনীত চলচ্চিত্র সেই তুফান হলেও মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি রেজা লতিফের ‘ভালোবাসার শেষ নেই। ছবি মুক্তির ক্ষেত্রে আমান এভাবেই একটু পিছিয়ে আছেন।২০১৩ সাল পর্যন্ত প্রায় ৩৫টির মত চলচ্চিত্রে অভিনয় করলেও মুক্তিপ্রাপ্ত ছবির সংখ্যা ২২টি। টিভিতে পরিচিত মূখ আমান রেজা এখন পর্যন্ত ৭০ টিরও অধিক টিভিসিতে অংশ নিয়েছেন। ছোট পর্দায় সিংগেল ও ধারাবাহিক নাটক মিলিয়ে অসংখ্য নাটকে অভিনয় করছেন হালের ব্যাস্ত এই অভিনেতা। অভিনয় প্রিয় এই মানুষটি চরিত্রের গুরুত্ব আছে এমন যে কোন চরিত্রে অভিনয় করতে সাচ্ছন্দ বোধ করেন। হোক সেটা শর্ট ফিল্ম, মিউজিকাল ফিল্ম বা বড় পর্দা। আমান রেজা বলেন, ” একজন অভিনেতার এটাই সবচাইতে বড় সার্থকতা তার অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নেওয়া। “।


আমান ইউনিভার্সিটি অব লন্ডন থেকে এলএলবি ডিগ্রি গ্রহণ এবং বাংলাদেশে ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে এলএলএম করেছেন। বার এট ল করেছেন লন্ডন থেকে। বর্তমানে অভিনয়ের পাশাপাশি অাইনপেশায় যুক্ত আছেন। আইনপেশায় আলোচনায় আসেন চিত্রনায়িকা পরিমনির মামলায় পরিমনির আইনজিবি হিসেবে অংশ নিয়ে। মালয়েশিয়ায় তার নিজস্ব ব্যবসা রয়েছে, তবে দেশে আইন ব্যবসাতেই নিজেকে জড়িত রাখতে আগ্রহী তিনি। আমানের বাবা আবু নাসের একজন ব্যবসায়ী । মা জাহানারা বেগম অবসর প্রাপ্ত জেলা জজ। সর্বশেষ তিনি জামালপুর জেলার বিচারক পদে কর্মরত ছিলেন । পরিবারে দুই বোন এক ভাইয়ের মধ্যে তাঁর অবস্থান প্রথম। ছোট দুই বোনের নাম সামিনা ও সাফিনা ওয়াহিদ।
Comments are closed.